পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশীনাথপুর গ্রামে পাবনা ডাবেটিক্স হসপিতালের একটা শাখা হয়েছে। যা ইউনিয়ন পর্যায়ে বলতে নেই। এখানে ধনী-গরীব সকল শ্রেণি ডায়বেটিক্স সহ বিভিন্ন রোগের সেবা দেওয়া হয়। সরকারী হসপিতাল বিধায় স্বল্প খরচে ভাল চিকিৎসা পাওয়া যায়। ডায়বেটিক্স হাসপিতালের অবস্থান পল্লী বিদ্যুৎ এর পশ্চিম পার্শে। সুন্দর একটা বিল্ডিং দিয়ে তৈরী এই ডায়বেটিক্স হসপিতাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস