টেংড়া গাড়ী বিল কাশীনাথপুর ইউনিয়নের নালী পবর্ত ও মানপুর গ্রামের মধ্যে অবস্থিত। এই বিল সরকারী একটা বিল। বিলের মাঝ খান দিয়ে পাকা রোড অবস্থিত। এই রোড দিয়ে কাশীনাথপুর থেকে সাঁথিয়া যাওয়া সুন্দর একটা রাস্তা। বিলের রাস্তা দুই পাশে বিভিন্ন জাতের গাছ-পালা অবস্থিত। এখানে কিছুখন অবস্থান করলে অনেক ভাল লাগে। বর্ষার সময় পুরো বিল পানিতে ভরাট থাকে। গ্রীষ্মের সময় বিলের মাঝ খানে কিছু পানি থাকে এবং বাকী জায়গা চাষাবাদ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস